সংবাদ সারাদেশসারাদেশ

চরফ্যাশনে দুই প্রার্থীর সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

সংবাদ চলমান ডেস্ক:
ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা সতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে। ওই এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে নুরাবাদ বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকরা গণসংযোগ করছিল। এ সময় আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে ঘটনার সূত্রপাত ঘটে।

খবর পেয়ে দু’পক্ষের সমর্থকরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বাজারের দুই পাশে অবস্থান নেন। এ সময় প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় পুলিশের ৩ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন আহত হন। ঘটনার পরপর নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সমর্থকরা নুরাবাদ বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটওয়ারী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে। এ সময় পুলিশের তিন কর্মকর্তা আহত হন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

আগামী ৩০ ডিসেম্বর নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button