সংবাদ সারাদেশসারাদেশ

চট্টগ্রামে গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলার চেষ্টার সময় গুলিবিদ্ধ হয়ে মো. শহীদ (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। চকবাজারের রসুলবাগ এলাকার বাসিন্দা তিনি।

জানা গেছে, রাত ৮টার দিকে একদল লোক সিটি মেয়রের বাসায় হামলার চেষ্টা করে। এ সময় বাসার মূল ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। এসময় পাঁচজন গুলিবিদ্ধ হন। এরমধ্যে মো. শহীদকে গুরুতর আহত অবস্থায় নগরের বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

এ বিষয়টি নিশ্চিত করেছেন পার্ক ভিউ হাসপাতালের মহাব্যবস্থাপক জিয়াউর রহমান।

নিহত শহীদের মা শামসুন্নাহার জানান, তার ছেলের নির্দিষ্ট কোনো পেশার সাথে জড়িত নেই। যখন যে কাজ পান সেই কাজ করেন। তিনি সেখানে (মেয়রের বাসা) কেন গেলেন, তা তারা বলতে পারছেন না। এক বছর আগে বিয়ে করেন শহীদ। তার স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা।

এ ব্যাপারে চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির জানান, গতকাল রাতে সিটি মেয়রের বাসায় একদল লোক হামলার চেষ্টা করে। ওই সময় বাসায় ছিলেন সিটি মেয়র। হামলাকারীরা গুলিও ছোড়ে। তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন বলে শুনেছি।

এর আগে, গতকাল সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রাম নগরের মেয়র গলির চশমা হিলের বাসায় হামলা চালানো হয়। নগরের লালখান বাজারে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং আগুন দেওয়া হয়। এরপর রাত ৮টার দিকে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, নগর কমিটির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন সহ চার নেতার বাসায় হামলা, ভাঙচুর ও বাসার নিচে থাকা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button