গোপালগঞ্জে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে ৪ জন নিহত
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে ইজিবাইকের যাত্রী দুই ভাই সহ ৪ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৩৫) ও আবুল খায়ের শেখ (৩০), ইয়ার আলী (৪০) এবং হাসান শেখ (২৬)। নিহতদের সবার বাড়ি মুকসুদপুর উপজেলার বরইতলার পার্শ্ববর্তী বিশ্মম্ভরদী গ্রামে। তারা সবাই বরাইতলা থেকে ইজিবাইকে করে টেকেরহাট যাচ্ছিলেন। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ, মুকসুদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকাগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাস একটি ট্রাককে অভারটেক করতে যায়। এ সময় অপরদিক থেকে আসা টেকেরহাটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মাঝখানে পড়ে যায় ইজিবাইক। এতে দুই গাড়ির চাপায় ইজিবাইকের যাত্রী দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ইজিবাইক চালক সহ আরো বেশ কয়েক জন আহত হন। মারত্মক আহত অবস্থায় ইয়ার আলী (৪০) ও হাসান শেখকে ফরিদপুর মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ঐ দুই জনও মারা যান।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ খায়রুল আনাম ও মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।