সংবাদ সারাদেশসারাদেশ
গাজীপুরে ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই নিহত – ১০
সংবাদ চলমান ডেস্ক:
গাজীপুর সদর উপজেলার কেশোর্তা এলাকায় লাক্সারি নামে এক ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচায় জানা যায়নি।
আজ রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের এডি মামুনুর রশিদ গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন, তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। আগ্নিকাণ্ডে এপর্যন্ত ১০ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। নিহত সবাই এই কারাখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে কর্মীরা এদিক-সেদিক ছুটতে শুরু করেন। কিছু বোঝার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অনেকে এ সময় বের হতে পারলেও কেউ কেউ ভেতরে আটকা পড়েন। নিহতের সংখ্যা বাড়তে পারে।