সংবাদ সারাদেশসারাদেশ
গরু নিয়ে ফেরার পথে বিএসএফে’র গুলি, নিহত ১
সংবাদ চলমান ডেস্কঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে আব্দুর রহিম (৫০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই সময় গরু নিয়ে ফিরছিলেন রহিম ও তার সাঙ্গপাঙ্গরা।
রোববার (৩ নভেম্বর) মহেশপুর সীমান্তের লিয়ানপুরের বিপরীতে ভারতের হাবাশপুর এলাকার ৬০ নং মেইন পিলারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম মহেশপুর উপজেলার সেজিয়া ইউনিয়নের বাউলিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে।
এই ব্যাপারে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান জানান, রোববার (৩ নভেম্বর) ভোর রাতে কয়েকজনকে সাথে নিয়ে আব্দুর রহিম ভারতে গরু আনতে যায়। ফেরার পথে ভারতের হাবাশপুর এলাকার ৬০ নং মেইন পিলারের কাছে পৌঁছালে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহিম।