সংবাদ সারাদেশসারাদেশ
খুলনায় সেনাবাহিনীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
সংবাদ চলমান ডেস্ক:
খুলনায় শীতকালীন মহড়া চলাকালে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শফিক নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সেনা সদস্য আহত হয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে যশোর যাওয়ার পথে ডুমুরিয়ার কৈয়া বাজার সংলগ্ন বালিয়াখালি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, দুপুরে বানিয়াখালি ব্রিজের পাশে শীতকালীন মহড়ার সময় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যায়। উদ্ধার কাজ চলছে।