কেজি দরে পাঠ্যপুস্তক বিক্রি করলেন প্রধান শিক্ষক!
সংবাদ চলমান ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারীর ময়না এসি বোস ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান অরুনের বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষার পাঠ্যপুস্তক কেজির দরে বিক্রির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে পুলিশ এক ভ্যান বিক্রয় নিষিদ্ধ পাঠ্যপুস্তক উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে এসি বোস ইনস্টিটিউশনের পরিচালনা পর্ষদের সদস্য ময়না গ্রামের পলাশ রাজবংশী বলেন, প্রথমে ময়না গ্রাম পুলিশ মো. রেজাউলের মাধ্যমে জানতে পারি স্কুলের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বৃহস্পতিবার ময়না গ্রামের হকার ওয়াদুদের কাছে ২০১৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৯ শিক্ষা বর্ষের ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির বিভিন্ন পাঠ্যপুস্তক বিক্রি করেছেন।
ওয়াদুদ একটি ব্যাটারিচালিত ভ্যানে করে বই নিয়ে যাওয়ার সময় ময়না বারোয়ারী মন্দিরের সামনে পৌঁছালে সেগুলো তিনি আটক করেন। এ ছাড়া কিছু বই ওয়াদুদের বাড়িতেও পাওয়া যায়। বইগুলোর আনুমানিক ওজন ২৪০ কেজি।
হকার ওয়াদুদ প্রধান শিক্ষকের কাছ থেকে বই কেনার কথা গণমাধ্যম কর্মীদের কাছে স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, স্কুলের বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। অতিরিক্ত বই উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ফেরত দেয়ার বিধান রয়েছে। কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। এ ঘটনায় মামলা হবে।
স্কুলের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বলেন, বই বিক্রির কোনো ঘটনা ঘটেনি।
এসআই পলাশ জানান, বই উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য বই ক্রেতা ওয়াদুদকে থানায় আনা হয়েছে