কাউন্সিলর রাজিব গ্রেপ্তার, যুবলীগ থেকে বহিষ্কার
সংবাদ চলমান ডেস্কঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন।
চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৯ অক্টোরব) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আত্মগোপনে থাকা তারেকুজ্জামান রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
রাজিবকে ধরতে সন্ধ্যার পর বুসন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর সড়কের ৪০৪ নম্বর ভবন ঘিরে ফেলেন র্যাব সদস্যরা। এরপর সেখানে অভিযান চালিয়ে মধ্যরাত পেরিয়ে সোয়া ১টার দিকে রাজিবকে নিয়ে নিচে নামেন তারা। আটতলার ওই ফ্ল্যাট থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, সাত বোতল বিদেশি মদ, পাসপোর্ট ও ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির বাসিন্দা রাজিব ঢাকা উত্তরের ৩৩ নম্বর ওয়ার্ডের (মোহাম্মদপুর-বসিলা এলাকার) কাউন্সিলর। যুবলীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি।
গ্রেপ্তারের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজীবকে বহিষ্কার করেছে যুবলীগ।