সংবাদ সারাদেশসারাদেশ
উবার ব্যবহার করে দম্পতির ইয়াবা ব্যবসা
সংবাদ চলমান ডেস্ক : নারায়ণগঞ্জ সোনারগা উপজেলার মহাসড়ক থেকে এক দম্পতিকে ১২ হাজার ইয়াবাসহ আটক করেছে র্যাব।
আটকরা হলেন, চাঁদুপুর ফরিদগঞ্জের পূর্ব কাউনিয়া এলাকার মো. সোহেল কাজী ও তার স্ত্রী সাবাহ আফরিন।
শনিবার দুপুরে র্যাব-১১ এর অ্যাডিশনাল এসপি আলেপ উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, আটক স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জসহ আশপাশের জেলাতে মাদক সরবারহ করে আসছিলো। মাদক বিক্রিই তাদের একমাত্র পেশা। তারা উবার গাড়ি ব্যবহার করে এবং নিজেদের স্বামী স্ত্রী’র পরিচয়কে পুঁজি করে কক্সবাজার এলাকা থেকে মাদক এনে নারায়ণগঞ্জ, ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা হয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড় থেকে তাদের আটক করা হয়।