সংবাদ সারাদেশসারাদেশ

ঈদুল আজহা উপলক্ষে যা বললেন প্রাণিসম্পদ মন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে কোরবানির পশুর হাট সমূহে ভেটেরিনারি মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় প্রাণিসম্পদ অধিদফতর প্রাঙ্গণে কোরবানির পশুর হাটে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। ঈদুল আজহা যেন শান্তিপূর্ণ ভাবে প্রতিটি মানুষ পালন করতে পারে তার সব ধরনের ব্যবস্থা সরকার করেছে। 

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, এ বছর ঢাকায় ১৯টি হাট এবং সারাদেশে ১ হাজার ৮২টি স্থায়ী এবং ২ হাজার ১৬টি অস্থায়ী কোরবানির পশুর হাটে মোট ১ হাজার ৭৫২টি ভেটেরিনারি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে। ক্রেতা সাধারণের সুস্থ গবাদিপশু ক্রয়ে এবং হাটে আসা পশুর স্বাস্থ্য সেবা বিষয়ক পরামর্শ দেবে এই টিম। হাটে বিভিন্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সুবিধা বিদ্যমান থাকবে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য প্রাণিসম্পদ অধিদফতরের হটলাইন ১৬৩৫৮ চালু রয়েছে।

তিনি বলেন, চামড়ার গুণগত মান নিশ্চিতে কোরবানির পশুর সঠিক ভাবে চামড়া ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে ৩১ হাজার ৭৯২ জন পেশাদার ও অপেশাদার মাংস প্রক্রিয়া কারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরিবেশ সমুন্নত রেখে নির্ধারিত স্থানে পশু কোরবানি এবং কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে পোস্টার, লিফলেট, উঠান বৈঠক, টিভি টক-শো, রেডিও প্রোগ্রাম চলমান রয়েছে।

আব্দুর রহমান বলেন, ক্রেতা-বিক্রেতা কেউ যেন অযথা হয়রানির শিকার না হন সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হবে। হাটে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত সদস্য নিয়োজিত থাকবে। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও কোনো খামারি নিজ বাড়ি থেকে পশু বিক্রি করলে তাকে হাসিল দিতে হবে না। কোনো খামারি তার পশু দূরবর্তী হাটে নিতে চাইলে, রাস্তাঘাটে জোর করে নামাতে বাধ্য করা যাবে না। হাটে আনার পথে কেউ পশু বিক্রি করলে তার কাছ থেকে ইজারা গ্রাহক জোর করে চাঁদা বা হাসিল গ্রহণ করতে পারবে না। মহাসড়কে বা যেখানে হাট বসালে যান চলাচ ব্যাঘাত হবে এমন কিছু যেন না হয় এবং সড়কে বা সেতুতে কোরবানির পশুবাহী গাড়িকে প্রাধান্য দেওয়া হবে, যেন রাস্তায় পশু আটকে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।

তিনি আরো বলেন, সব গবাদিপশু সড়কপথ, রেলপথ এবং নৌপথে পরিবহনের সময় পশু এবং পশু বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতকরণ সহ কোরবানির পশুবাহী ট্রাক ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button