সংবাদ সারাদেশসারাদেশ
ইয়াবাসহ যুবক আটক
সংবাদ চলমান ডেস্ক: কুমিল্লার চান্দিনায় ১৪৬০টি ইয়াবাসহ অনিক নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের তিরচর নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক অনিক কুমিল্লা জেলার কোতোয়ালি থানার চম্পক নগর গ্রামের শাহজাহানের ছেলে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তীরচর নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অনিককে ১৪৬০টি ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।