সংবাদ সারাদেশসারাদেশ
ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
সংবাদ চলমান ডেস্ক: নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো. সাইফুল ইসলামকে ১৬১ পিস ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার রাতে উপজেলার চরকিং ইউপির চরকৈলাশ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সাইফুল চরকিং ইউপির চরককৈলাশ গ্রামের মো. মঈন উদ্দিনের ছেলে।
হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সাইফুলকে ১৬১ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে আটক করা হয়েছে।
এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে শুক্রবার সকালে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানিয়েছেন তিনি।