সংবাদ সারাদেশসারাদেশ
আকাশ থেকে পড়ল তেলের ট্যাংক!
সংবাদ চলমান ডেস্ক:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আকাশ থেকে একটি তেলের ট্যাংক আছড়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটি বিমান থেকে পড়েছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাগলা থানার বটতলা এলাকার একটি মসজিদের পাশে বিকট শব্দে ট্যাংকটি মাটিতে পড়ে। এর ভেতর থেকে জ্বালানি তেল জাতীয় দ্রব্য বের হচ্ছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফায়জুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ধারণা করছি একটি প্রশিক্ষণ বিমান থেকে তেলের রিজার্ভ ট্যাংকটি পড়ে যেতে পারে। তবে এতে কেউ হতাহত হয়নি।’
তিনি জানান, বিমান বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসার পর মূল ঘটনা জানা যাবে।