অস্ত্র ও গুলিসহ ৪ ডাকাত আটক
সংবাদ চলমান ডেস্কঃ সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বর্ণী নামক এলাকা থেকে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি রিভলবার, এক রাউন্ড গুলি ও ধারালো ছুরি উদ্ধার করা হয়।
আটকরা হলেন, স্থানীয় বর্ণি কান্দিবাড়ির মৃত মক্রম আলীর ছেলে ইসলাম উদ্দিন, মৃত ইয়াছিন আলীর ছেলে রফিক, শওকত আলী ওরফে সফাত আলির ছেলে হুঁশিয়ার আলী ও মৃত একরাম আলীর ছেলে ইব্রাহিম আলী।
থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় তারা যানবাহনে ডাকাতির উদ্দেশ্যে একত্র হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিন-চারজন পালিয়ে যায়।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক ব্যক্তিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।