রাজশাহীরাজশাহী সংবাদ
৫০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলেন রাজশাহী জেলা পুলিশ
নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে ৫০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিকভাবে তাদের সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনাপ্রাপ্ত ৫০ মুক্তিযোদ্ধার মধ্যে ৩০ জন পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। অন্য ২০ জন মুক্তিযোদ্ধার বাড়িও রাজশাহী মহানগরী এবং জেলার বিভিন্ন উপজেলায়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।