সংবাদ সারাদেশ

সুন্দরগঞ্জে ৫০ বছর পর জমি ফিরে পেলেন তারা মিয়া

বিপুল ইসলাম আকাশ সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ

অবশেষে ৫০ বছর পর এলাকাবাসী ও সচেতন মহলের সহযোগিতায়  ১০বিঘা জমি ফিরে পেল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারা মিয়া।

২৮শে জানুয়ারি বিকাল ৪ টায় উপজেলার হরিপুর ইউনিয়নের রাঘব গ্ৰামের ১০ বিঘা জমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে এলাকাবাসী।জানা যায় দীর্ঘ ৫০ বছর ধরে বেআইনি ভাবে জমি ভোগদখল করে আসছিল বানিজ উদ্দিন।প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থরা বলেন, সুন্দরগঞ্জ উপজেলার মোজাম্মেল হক ( তারা) ও আব্দুল করিমের ১০ বিঘা জমি ৫০ বছর আগে জোর পূর্বক দখল নেয় একই ইউনিয়নের বানিজ উদ্দিন।

এরপর এই জমি দখলে রাখতে বিভিন্ন ব্যক্তিকে লিজ দেন বানিজ উদ্দিন।তারা এই জমিতে জোর পূর্বক চাষাবাদ করে আসছিল।অপরদিকে ক্ষতিগ্রস্ত মোজাম্মেল হক এবং আব্দুল করিম জমি ফিরে  পাওয়ার আসার ন্যায় বিচারের দাবিতে ঘুরে বেড়ায় এলাকার সচেতন মহলের কাছে। অবশেষে কাগজ পত্র বিচার বিশ্লেষণের মাধ্যমে মোজাম্মেল হক তাঁরার কাছে জমি দখল বুঝিয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হরিপুর ইউপি সদস্য জহর আলী,সাহালম মিয়া, মুকুল মিয়া ,মূসা কালিমুল্লাহ, লাভলু আমিন, নুরুজ্জামান সরকার সহ আরও অনেকে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button