রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

আগষ্ট মাসে শ্রেষ্ঠ এসআই ও এএসআই পুরস্কার আবারও পাবনা জেলার। গতকাল ১৯ সেপ্টেম্বর সকাল ১১:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে রাজশাহী রেঞ্জের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, মহোদয়। সভার শুরুতেই রেঞ্জ ডিআইজি হিসেবে এক বছর পূর্তি উপলক্ষে ডিআইজি মহোদয়কে রেঞ্জাধীন সকল জেলা/ইউনিট প্রধানগণ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। অতঃপর ডিআইজি মহোদয় চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও জয়পুরহাট জেলায় সংঘটিত ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করায় উদ্ধারকাজে সংশ্লিষ্ট অফিসারগণকে সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করেন।

এ ছাড়াও সার্বিক পারফর্মেন্স বিবেচনায় রেঞ্জের সকল জেলার মধ্যে শ্রেষ্ঠ এএসআই, এসআই, পুলিশ পরিদর্শক (তদন্ত), অফিসার ইনচার্জ এবং সার্কেল অফিসারকে সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হয়। পাবনা জেলার পুরস্কার প্রাপ্তরা হলেন ডাকাতি মামলার রহস্য উদঘাটনের জন্য জনাব মাসুদ আলম , অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), পাবনা জেলা জনাব রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, পাবনা সদর সার্কেল জনাব আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, পাবনা সদর থানা জনাব অসিত কুমার বসাক , এসআই , ডিবি , পাবনা রাজশাহী রেঞ্জ শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক( তদন্ত) জনাবা রওশন ইয়াজদানী।

পাবনা সদর থানা রাজশাহী রেঞ্জ শ্রেষ্ঠ এসআই জনাব রুহুল আমিন, সদর থানা পাবনা শ্রেষ্ঠ এএসআই, জনাব জাহিরুল ইসলাম, সদর থানা, পাবনা । উল্লেখ্য এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জ, কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, রাজশাহী সহ রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button