রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহী পাসপোর্ট অফিসের সেই বিতর্কিত নারীর বিদায়

নিজস্ব প্রতিবেদকঃ
অবশেষে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক (ডিডি) রোজী খন্দকারকে বদলি করেছেন কর্তৃপক্ষ । জানাগেছে তাঁর বিরুদ্ধে দালালদের মাধ্যমে জমা দেওয়া ফাইলের কাজ আগে করা ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ রয়েছে। বর্তমানে এ অভিযোগের তদন্ত চলমান রেখেছেন তদন্ত কমিটি।

এই তদন্ত চলাকালে সম্প্রতি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বরিশালে বদলি করা হয়েছে। আর বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের ডিডি আবু নোমান মো. জাকের হোসেনকে রাজশাহীতে পদায়ন করা হয়েছে বলে সংবাদ চলমান কে নিশ্চিত করেছেন একাধিক সুত্র।
এর আগে গত ২০ নভেম্বর সকালে ভুক্তভোগীরা পাসপোর্ট অফিসের অনিয়ম দূর করার দাবিতে মানববন্ধন করেন। এতে নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পরে তাঁরা ডিডি রোজী খন্দকারের সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের সঙ্গে অশালীন আচরণে জড়িয়ে পড়েন। এর পরিপ্রেক্ষিতে তিনি রাজশাহীর নাগরিক সমাজের প্রতিনিধিদের কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দেন সেই সময়।

ঘটনার কয়েক দিনের মধ্যে এ নিয়ে তদন্ত শুরু করে পাসপোর্ট অধিদপ্তর। সম্প্রতি তদন্ত কমিটির সদস্যরা রাজশাহী সার্কিট হাউসে বসে ভুক্তভোগীদের বক্তব্য শোনেন। এরপরই ডিডিকে বদলি করেন।

এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক এ কে এম মাজহারুল ইসলাম বলেন, ‘তিনি (রোজী খন্দকার) আর সেখানে নেই। তাকে বদলি করা হয়েছে। তিনি এখন বরিশালে অবস্থান করছেন।’

ডিডি রোজী খন্দকারকে বদলি করায় খুশি রাজশাহীর নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত সংবাদ চলমান কে বলেন বলেন, ‘পাসপোর্ট অফিসের ব্যাপক অনিয়মের অভিযোগ এলে ল আমরা প্রতিবাদ করতে চেয়েছিলাম। উল্টো ডিডি আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। তখন আমরা তাঁকে বদলির দাবি করেছিলাম। তাঁকে বদলি করায় আমরা সংশ্লিষ্ট মহল কে ধন্যবাদ জানাই । বর্তমানে পাসপোর্ট অফিসে হয়রানি ছাড়াই কাজ হবে এটাই আমাদের চাওয়া। জামাতখান আরো বলেন যে কোন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমি প্রতিবাদ করে থাকি। ন্যায়ের নিকট অন্যায় সকল সময় পরাজিত হয় এটি তার জলযন্ত প্রমাণ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button