রাজশাহী নগরীতে আবারো লাগামহীন হয়ে উঠেছে অটো রিক্সার যানজট
রাজশাহী নগরীতে আবারো লাগামহীন হয়ে উঠেছে অটো রিক্সার যানজট
নিজস্ব সংবাদদাতাঃ কিছুতেই যেন থামছেনা রাজশাহী মহানগরীর অটো রিক্সার যান জট। এই নিয়ে বিভিন্ন গন মাধ্যমে লেখা লেখি হলেও কোন সুফল আসেনি নগরবাসীর ভাগ্যে, রাজশাহী নগরীর রাস্তাঘাট নিয়ে তেমন অভিযোগ না থাকলেও নগর বাসীর রয়েছে অটোরিক্সা নিয়ে অভিযোগ। প্রকৃত ভাবে কত গুলো রিক্সা এখন চলছে সিটি কর্পোরেশনের ভেতরে তার সঠিক কোন তথ্য নেই রাসিকের কর্মকর্তাদের নিকট, তবে রাসিকের অনুমোদন না নিয়ে চলছে অনেক অটোরিক্সা এমন তথ্য বেরিয়ে এসেছে অনুসন্ধানে । রাসিকের লাইসেন্স বিভাগের একজন কর্মচারী জানান, মেয়র সাহেব নির্দেশ দিয়েছেন কোন লাইসেন্স বিহীন অটোরিক্সা যেন রাস্তায় চলতে না পারে আমরা সেই লক্ষেই কাজ করি কিন্তু সব সময় তো তল্লাসি করা সম্ভব হয় না। অটো রিক্সার যাত্রী মমিন জানান, সাহেব বাজার মনিচত্বর থেকে জিরো পয়েন্ট আসতে সময় লেগেছে ৪০মিনিট, যেখানে তিন মিনিট যথেষ্ট, শুধু অটো দাঁড়িয়ে থাকার কারনে এত ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা বলে মন্তব্য করেছেন ট্রাফিক কনেষ্টবল রেজাউল। তিনি জানান, বাজারে আসা একজন যাত্রীকে একটা করে অটো দিলেও অটো শেষ হবে না।