রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ দমন সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা এবং দুপুরে রাজশাহী পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভা দুটিতে সভাপতিত্ব করেন এসপি শহিদুল্লাহ।
কল্যাণ সভায় এসপি পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের সকল ইউনিটে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। আর অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মাদক-জঙ্গিবাদবিরোধী অভিযান জোরদার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন এসপি।
এসব সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, মুহাম্মদ মতিউর রহমান, ইফতেখায়ের আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান প্রমুখ উপস্থিত ছিলেন।