রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের ভুমিকা নিয়ে প্রশ্ন; বন্দী আসামী পালানোর হোতা কারা

রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের ভুমিকা নিয়ে প্রশ্ন; বন্দী আসামী পালানোর হোতা কারা

 

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ দুই সপ্তাহ পার হলেও রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সাজা প্রাপ্ত আসামী ওমর কিস্কু (২৬) পালানোর মুল ঘটনা বের করতে পারেনি কারা কর্তৃপক্ষ। ঘটনার বিবরণে জানা যায়, যাবৎ জীবন সাজা প্রাপ্ত আসামী ওমর কিস্কু গত মাসের ২৫ তারিখ দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায়। পরে রাজপাড়া থানা পুলিশ উক্ত আসামী কে ধরে দিলেও এই নিয়ে উঠে আসে ব্যপক আলোচনার ঝড়, অনেকেই মনে করছিলেন বিষয়টি ভিন্ন খাতে নিয়ে প্রাচীর পাশের কারারক্ষীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। যেখানে একটি পাখি বসলেও কারাকর্তৃপক্ষের নজরে আসে আর সেখানে দিনের বেলায় একজন মানুষ প্রাচীর দিয়ে পালিয়ে যাবে এটি প্রশ্ন বিদ্ধ। মুল বিষয় টি কারা তদন্ত করছে সাপ বেরিয়ে এসেছে কি না সেটিও দেখার বিষয়। এই বিষয়ে একাধিক বার জানতে চেয়েও কারা কর্তৃপক্ষ কোন মুখ খুলছেনা এমন কি মিডিয়া পরিচয় পেলে ফোন কেটে দেওয়া হয়। কারা মহাপরিদর্শক অফিসের একটি সূত্র জানায়, আইজি প্রিজন স্যার অত্যান্ত কঠোর কোন অনিয়মকে ছাড় দেবেনা, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অনেক অনিয়ম নিয়ে অভিযোগ রয়েছে স্যারের নিকট। বিশেষ করে জেল সুপারের অনেক অনিয়য় নিয়ে এরই মাঝে আমাদের একটি টিম কাজ করছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button