রাজশাহীর পদ্মা নদী আবারো কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ
গোদাগাড়ী প্রতিনিধিঃ
এবার রাজশাহীর গোদাগাড়ীর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ফরহাদ হোসেন নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ী মডেল থানার সামনে পদ্মা নদীতে এই নির্মম মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীগোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের মনিরুল ইসলাম বাবুর ছেলে ফরহাদ হোসেন (১৭)। ফরহাদ হোসেন এবার গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলন।
প্রত্যক্ষদর্শীরা সংবাদ চলমান কে জানান,ফরহাদ সহ কয়েকজন সহপাঠি দুপুরে গোসল করতে নামে নদীতে। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে যায় ফরহাদ। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় রাজশাহীর ডুবরীরা দুপুর ৩ টার দিকে নদী থেকে মরদেহ উদ্ধার করেন।
এই ঘটনায় রাজশাহী ফায়ার সর্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, খবর পেয়ে রাজশাহী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল পাঠানো হয়। পরে তারা নিখোঁজ ফরহাদের মরদেহ উদ্ধার করেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।