চারঘাটরাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার ১

স্টাফ রিপোর্টারঃ

গতকাল ২০ সেপ্টেম্বর ৭.০০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন এস.কে. বাদল পূর্বপাড়া গ্রামস্থ জনৈক মোঃ নিজাম উদ্দিন (৫০), পিতা মৃতঃ দেলজান মোল্লা এর বাড়ী সংলগ্ন পাঁকা রাস্তা সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে ২১ বোতল বিয়ার এবং আসামী মোঃ লালন ইসলাম (২৩), পিতা মৃতঃ মইর উদ্দিন, গ্রাম চক গোয়াস, থানা বাগাতিপাড়া, জেলা নাটোরকে গ্রেফতার করেন।

ঘটনার বিবরণে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন এস.কে. বাদল পূর্বপাড়া গ্রামস্থ জনৈক মোঃ নিজাম উদ্দিন (৫০), পিতা মৃতঃ দেলজান মোল্লা এর বাড়ী সংলগ্ন পাঁকা রাস্তার উপর ১ জন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৬.৩৫ ঘটিকায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১ জন ব্যক্তিকে ঘটনাস্থলেই গ্রেফতার করি।

অনেক লোকজনের উপস্থিতিতে ধৃত আসামীর হেফাজত হতে তাহার ডান হাতে থাকা জব্দতালিকা (ক) ক্রমিকে বর্ণিত আলামত ১টি সাদা রংয়ের প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর রক্ষিত ২১ (একুশ) টি নীল রংয়ের বিয়ার (ক্যান) যাহার প্রতিটি ক্যানের গায়ে ইংরেজীতে ঐটঘঞঊজ চজঊগওটগ ছটঅখওঞণ ইঊঊজ ৩৩০ সষ অখঈ ৫% ঠঙখ গঅঘটঋঅঈঞটজঊউ অঘউ ঈঅঘঘঊউ ইণ ঈজঙডঘ ইঊঠঊজঅএঊ খঞউ ইঅঘএখঅউঊঝঐ সহ ধৃত আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার করি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সাক্ষীদের উপস্থিতিতে উল্লিখিত আসামী মোঃ লালন ইসলাম (২৩)কে জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে যে, সে উল্লিখিত মাদকদ্রব্য অবৈধ মাদকদ্রব্য তা জানা সত্ত্বেও অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে উল্লিখিত ঘটনাস্থলে অবস্থান করছিল।

আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ২৪ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button