রাজশাহীতে যৌথ অভিযানে হত্যা মামলার আসামী আটক ৫
নিজস্ব প্রতিবেদকঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক এবং হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব এবং স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেঃ মারুফ হোসেন খান এর নেতৃত্বে র্যাব ৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৯ ডিসেম্বর ৬.৫০ ঘটিকায় র্যাব ৫ সিপিএসসির একটি টিম রাজশাহীর চারঘাট থানার জিকরীতে অপারেশন পরিচালনা করে মোঃ শিলন মিয়া (৩৫), পিতা রিয়াজ উদ্দিন, সাং জিকরী জরদার পাড়া, থানা চারঘাট, জেলা রাজশাহী এর হত্যাকারী মোঃ জুয়েল রানা (৩০), পিতা মোঃ মহসীন, মোঃ হাসান আলী (২০), মোঃ আলতাফ মিয়া, মোঃ জনি হোসেন (২১), পিতা মোঃ জমিন উদ্দিন, মোঃ রাসেল মিয়া (২২), মোঃ আঃ রহমান, সর্ব সাং জিকরী জরদার পাড়া, থানা চারঘাট, জেলা রাজশাহী থেকে আটক করেন।
উক্ত আসামীদের কাছ থেকে ১ টি চাইনিজ কুড়াল, ২ টি হাসুয়া, ৬ টি মোবাইল, ৯ টি সীমকার্ড এবং ৩ টি মেমোরিকার্ড উদ্ধার করা হয়। উক্ত ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।