সংবাদ সারাদেশ

বিশ্বজুড়ে বাড়ছে ডিমের দাম

সংবাদ চলমান ডেস্কঃ

দেশে প্রাণিজ আমিষের অন্যতম উৎস হিসেবে ধরা হয় ডিমকে। কিন্তু গত কয়েক দিনের বাজার মূল্য বিশ্লেষণে দেখা গেছে ডিম এখন আর সাশ্রয়ী পণ্য নয়। যেখানে বাজার ব্যয় সামলাতে হিমশিম খেতে হচ্ছে সীমিত আয়ের মানুষদের সেখানে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার গুলোর জন্য ডিমের অতিরিক্ত মূল্য।

যেখানে গেল জানুয়ারি মাসে ১ ডজন ডিমের দাম ছিল ১২০ টাকার আশপাশে, সেখানে ফেব্রুয়ারি মাসে এসে ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়। যদিও গত বছরের আগস্ট মাসেও হঠাৎই বেড়েছিল পণ্যটির দাম।

সে সময় ডিমের বাজার মূল্য নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে বিদেশ থেকে ডিম আমদানি করা হবে। এরপর থেকে কিছুদিন পণ্যটির দাম কমতির দিকে থাকলেও গত কয়েক মাস ধরে ডিমের বাজার মূল্যে দেখা গেছে ঊর্ধ্বগতি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button