গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে দমকল অফিসের সামনে বিদ্যুৎতের নতুন লাইনের মেইন তার ছিড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ হতাহতের শিকার না হলেও বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি পেট্রোল পাম্প।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ১০ টার দিকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিলো। এই সময় গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও পেট্রোল পাম্পের সামনে নতুন লাইনের সংযোগ বিকট শব্দে ছিড়ে জিয়াই তারে আগুন লেগে যায়। এতে দাওদাও করে আগুন জ্বলে উঠে। এক পর্যায়ে আগুনের লেলিহান দ্রুত ছড়িয়ে পড়লে পাশেই দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় গোদাগাড়ী বিদ্যুৎ অফিস লাইন বন্ধ করে দেয়।
গোদাগাড়ী বিদ্যুৎ এর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙে যোগাযোগ করা হলে তিনি বলেন, নতুন লাইনের পিন সংযোগ ছিড়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে সব কিছু দেখে ঠিকঠাক করবে।