রাজশাহীরাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

রাজশাহীতে প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ

মোঃ সোহাগ আলী

রাজশাহী মহানগরীর ১৭ নং ওয়ার্ডের নওদাপাড়া এলাকায় স্বনির্ভর প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে সোমবার বিকেলে স্বনির্ভর প্রতিবন্ধী সংস্থার কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়।

প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরীর ১৭ নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবী শাহমুখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা টিটু, সহ আরো অনেকে কম্বল বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি শাহাদত আলী শাহ বলেন, বারবার নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কর্ণধার জননেত্রী শেখ হাসিনা প্রচন্ড শীতে দেশের কোন মানুষ যেন কষ্ট না পায় , সেজন্য তিনি তার ত্রাণ তহবিল থেকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কম্বল বিনামূল্যে বিতরণ করছেন তার ওই ধারাবাহিকতায় আজকে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল আপনাদের মাঝে বিতরণ করা হলো, মনে রাখবেন বিপদের সময় যিনি পাশে থাকেন তিনিই প্রকৃত দেশ দরদী।

তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আগামী নির্বাচনে আপনারা সকলে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করুন সেই সাথে রাজশাহীর সিটি মেয়র এইচ এম খাইরুজ্জামান লিটন কে রাজশাহীর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে মেয়র হিসেবে ভোট দিবেন।

এ সময় ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৯ শে জানুয়ারি রাজশাহীতে আসবেন, আমরা প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আপনাদের উপস্থিতি কামনা করছি, সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এই কম্বল আপনাদের শীত নিবারণ করবে এই আশা রাখছি।ভবিষ্যতে যে কোন বিপদে আপদে আপনারা যখনই আমাদের স্মরণ করবেন আমরা তখনই আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ

সভাপতির বক্তব্যে স্বনির্ভর প্রতিবন্ধী সংস্থার সভাপতি মমিনুল ইসলাম বলেন, প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থা সবসময়ই সমাজের পিছিয়ে পড়া লোকদের নিয়ে কাজ করে যাচ্ছে, এবং আমরা সব সময়ই মাননীয় প্রধানমন্ত্রী ও রাজশাহীর মেয়র এর সহযোগিতা পাচ্ছি, সেই সাথে রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল মহোদয় আমাদের দিকে যে সুনজর দিয়ে থাকেন তা আমরা কখনো ভুলবো না।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button