সংবাদ সারাদেশসারাদেশ

পাহাড় কাটতে গিয়ে তিন রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধিঃ

পাহাড় কাটতে গিয়ে কক্সবাজারের উখিয়ায় মাটি চাপায় ৩ রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার উখিয়া সদরের মুহুরীপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছে ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন, ৩নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে সৈয়দ আকবর, আর ১জনের পরিচয় পাওয়া যায়নি এখনো।

জানা যায়, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে নেছার আহমেদের বাড়ির আঙ্গিনা অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত ৩ শ্রমিক মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ১ জনকে মৃত উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে গেলে উদ্ধার করা হয় আরো ২জনের মরদেহ।

উখিয়া ফায়ার সার্ভিস এবং সিভেল ডিফেন্সের স্টেশন ইনচার্জ এমদাদুল হক বলেন, ঘটনাস্থল থেকে ৩ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ৩ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তাদের লাশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button