রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীতে দুলাভাইকে কুপিয়ে হত্যা করলেন শ্যালক

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় শ্যালকের হাঁসুয়ার কোপে দুলাভাই নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ ।নিহত রুহুল আমিন একই এলাকার নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

আজ শনিবার (২২ মার্চ) সকাল ১১ টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, জমি মাপ-জোখকে কেন্দ্র করে রুহুল আমিন ও তার শ্যালক মো. মিন্টুর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল একপর্যায়ে মিন্টু হাঁসুয়া দিয়ে রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করেন।এতে রুহুল আমিন গুরুত্বর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে শ্যালক মিন্টু পালিয়ে যায়।

এই ঘটনা নিয়ে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোস্তারিন সংবাদ চলমান কে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।অভিযোগ পেলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে খুনের সাথে যারাই জড়িত হোক তাদের আইনের আওতায় আনা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button