রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহীতে গৃহবধুর আত্মহত্যা
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীতে গলায় ওড়না পেঁচিয়ে মোছাঃ দিপা বেগম (৩০) নামে গৃহবধুর আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ ২২ ডিসেম্বর বুধবার সকাল ৯.৩০ মিনিটের দিকে নগরীর মোন্নাফের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধু একই এলাকার মোঃ মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দিপা বেগম পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ঘরে ঝুলে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।