কুড়িগ্রামসংবাদ সারাদেশসারাদেশ

কুড়িগ্রামে সংসারের হাল ধরতে গিয়ে ১৩ বছরের শিশু নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি:

সংসারের টানাপোড়েন দীর্ঘদিনের। বাবার আয় দিয়েই কোনোরকম চলছিল এতদিন। বাড়তি আয়ের আশায় ১৩ বছর বয়সেই শ্রমিকের খাতায় নাম লিখান শরীফুল। কাজেও যোগ দেন।

কিন্তু বিধিবাম শ্রম দিতে গিয়ে প্রথম দিনেই প্রাণ হারান এ কিশোর। হৃদয়বিদারক ঘটনাটি কুড়িগ্রামের ফুলবাড়ীর। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। শরীফুল ফুলবাড়ীর শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইকাজী গ্রামের নূর জামালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, জীবনের প্রথম উপার্জনের জন্য সকালে সোনাইকাজী গ্রামের শহিদুল ইসলামের বালু পরিবহনের ট্রাক্টরে কাজে যান শরীফুল। ট্রাক্টরে চড়ে চৌরাস্তায় আসছিলেন তিনি। চালক ছিলেন একই গ্রামের আলম মিয়া ওরফে চুনিয়ার ছেলে আসাদ মিয়া।

চৌরাস্তায় পৌঁছালে ভ্যান ও অটোরিকশাকে সাইড দেওয়ার সময় শরীফুল ছিটকে পড়েন ট্রাক্টর থেকে। এ সময় ট্রাক্টরের পেছনের চাকা তার ওপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুল আলম মিয়া সোহেল জানান, জীবনের প্রথম ট্রাক্টরে শ্রমিকের কাজ করতে গিয়ে মারা যান শরীফুল। বিষয়টি খুবই দুঃখজনক।

ফুলবাড়ী থানার এসআই খোরশেদ আলম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button