বন্ধ হয়নি বন্দিদের দূর্ভোগ- লুটপাট আড়াল করতে ডি আইজি প্রিজন্সের সাথে জেলারের কয়েক দফায় বৈঠক
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের নানা অনিয়ম নিয়ে ধারাবাহিক সংবাদ চলমান থাকায় জেলার আমান নিজেকে রক্ষা করতে দফায় দফায় ডি আইজি প্রিজন্স কামাল হোসেনের সাথে মিলিত হচ্ছেন। গুরুত্বপুর্ণ দুটি সুত্রের সাথে যোগ হয়ে কারারক্ষি মনিরুল কারাগারের যাদুর বাক্সের মুখ খুলে দেওয়ার কারণে অনিয়মের দরজা আরো শক্ত করতে মরিয়া হয়ে উঠেছেন জেলার আমান।
নিম্ন মানের খাবার, অর্থের বিনিময়ে থাকার ব্যবস্থা,পিসি নামের বানিজ্য, ঔষধ বানিজ্য, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট থেকে অর্থ গ্রহণ সহ দুই ডজন অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পরে আড়ালে থাকা ডি আইজি প্রিজন্স কামাল হোসেন প্রকাশে এসে জেলার আমানের অনিয়মের হাল ধরেছেন। কারা হাসপাতালের দুর্নীতি আর দুর্ভোগের বিষয় নিয়ে রাজশাহীর সিভিল সার্জনের সাথে কথা বলতে বলেন জেলার বাবু।
রাজশাহীর সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুকের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন কারাগার আমি দেখভাল করলেও মুলত সেখানে সার্বক্ষনিক দেখভালের জন্য ডাঃ রয়েছে। দায়িত্বরত ডাঃ এর নাম জানতে চেয়ে কারাগারের অনিয়মের বিষয় প্রশ্ন করা হলে সিভিল সার্জন ডাঃ এর নাম দিচ্ছি বলে ফোন কেটে দেন। পরে ভিন্ন সুত্র ধরে জানাযায় কারাগারের বন্দি বানিজ্যের সাথে ডাঃ জুবায়ের ও ডাঃ মামুন কাজ করে থাকেন। শুধু তারাই এই বানিজ্যের জন্য যথেষ্ট নয় জেলার বাবু ও ডি আইজি বাবু এই অংশের ভাগিদার রয়েছেন। দীর্ঘ সময় জেল সুপার পদটি শূন্য থাকায় দুই বাবু ত্রিমুখি ভূমিকা পালন করছেন।
কারাগারের সেই সুত্র আরো বলেন এরই মাঝে ঘাপলা বাজি খাতা পত্র অন্ধকারের চিরকুট সব কিছু ঘোষামাঝা করে চকচকে করছেন দুই বাবু। যে কোন সময় উপর মহলের তদন্তের আশংকা নিয়ে গোজা মিলের বাগান তৌরিতে ব্যস্ত সময় পার করছেন দুই বাবু। মাদকা শক্ত নাম মাত্র গণমাধ্যম কর্মী দিয়ে সংবাদ বন্ধে নানা তদবিরের জন্ম দিচ্ছেন দুই বাবু। তাদের অবৈধ তদবিরে অনিয়মের সংবাদ বন্ধ না হলে নানা ভাবে হয়রানির হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে দুই বাবুর কথিত বাহীনি দিয়ে। অপর দিকে কারাগার থেকে সদ্য মুক্তি প্রাপ্ত তিনজন বন্দি কারা অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান মন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আগামি দুই একদিনের ভেতরে আইজিপি প্রিজন্স সহ অনান্য দপ্তরে সেগুলো জমা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন সুত্রগুলো।
আজ ৪ আগষ্ট কারাগারের নানা অনিয়ম নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের নিকট আরো একটি লিখিত অভিযোগ জমা দিবেন একজন ভুক্তভোগী। কারাগারের কর্তাদের সাথে বিকাশে নগদে লেনদেন সহ নানা রহস্যময়ী তথ্যের বিষয় নিশ্চিত করেছেন সুত্রটি। চলতি দায়িত্ব থেকে পুর্ণ দায়িত্ব পেয়েই বেপরোয়া ডি আইজি প্রিজন্স এমন আলোচনা সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে।