প্রান্তিক কৃষকদের আস্থা হয়ে সুনাম কুড়াতে বসেছে রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউট
নিজস্ব প্রতিবেদকঃ
সময়ের সাথে আরো এক ধাপ এগিয়ে সুনাম কুড়াতে বসেছে রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউট এর কার্যক্রম। সম্প্রতি সময়ে এমন তথ্য উঠে এসেছে সংবাদ চলমানের হাতে।
জানা গেছে রাজশাহী ধান গবেষণা থেকে উন্নত মানের বীজ ও পরামর্শ নিয়ে প্রান্তিক পর্যায়ের একাধিক কৃষকের মুখে হাসি ফুটেছে। শুধু তাই নয় এই গবেষণা থেকে সরকারি মুল্যে গ্রহণ করা বীজ নিয়ে রাজশাহী অঞ্চলের কৃষকরা এরই মাঝে গর্ববোধ করতে শুরু করেছেন।
ধান গবেষনার দায়িত্বশীল কর্মকর্তাদের পরিশ্রমের কারনে একাধিক প্রজেক্ট সহ নানা মুখি কার্যক্রমে দেখা দিয়েছে উন্নয়নের ছোয়া। রাজশাহী অঞ্চল জুড়ে ধান গবেষনার উন্নত কার্যক্রম নিয়ে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। নতুন জাত নতুন পদ্ধতিতে উন্নত ফসল সবার আগে রাজশাহীর ধান গবেষণা পৌছে দেন কৃষকের মাঝে।
সুত্র বলছে প্রতি মৌসুমে কিছু নতুনত্বের আগমন ঘটে রাজশাহী ধান গবেষণা কেন্দ্রে। এই গবেষণা থেকে সেবা পেয়ে বরেন্দ্র অঞ্চলে ব্যাপক উন্নতি ঘটেছে। কৃষক লিটন মিয়া জানান তিনি একাধিক বার এই ধান গবেষণার সহায়তা পেয়েছেন। সরকারের যে কোন ডিজিটাল কার্যক্রম এর সেবা সবার আগে রাজশাহী ধান গবেষণা কেন্দ্রে পাওয়া যায়। সরেজমিনে গেলে উঠে আসে রাজশাহী ধান গবেষনার উন্নত কার্যক্রমের কিছু চিত্র।
গবেষণার দক্ষ কর্মকর্তাদের প্রচেষ্টায় উন্নত ভাবে সকল কিছুর পর্যবেক্ষণ তদারকির সাথে গুরুত্ব দিচ্ছেন দায়িত্বরত কর্মকর্তা কর্মচারিরা। কর্মকর্তাদের মেধার সাথে শ্রমিকদের পরিশ্রম যেন গবেষনার আরো সুনাম কুড়াতে পারে সেই লক্ষ যেন সংশ্লিষ্টদের।