পুঠিয়ারাজশাহীরাজশাহী সংবাদ
পুঠিয়ায় সড়ক দূঘর্টনায় কলেজ শিক্ষক নিহত
পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিরাজুল হক (৪০) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল হক বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তৌকিরপাড়া মহল্লার মৃত ইদ্রিস আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে পুলিশ পুঠিয়ার শিবপুরে অবস্থিত ফাঁড়ির ইনচার্জ (এসআই) কাজল কুমার নন্দী।
তিনি বলেন, নিহত সিরাজুল ইক মোটরসাইকেল নিয়ে রাজশাহীগামী একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। সে সময় ওই ট্রাকের ধাক্কায় তিনি মহাসড়কে পড়ে যান। তারপর সেই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।