নওগাঁরাজশাহী

নওগাঁর ডাকাত দলের চার সদস্য আটক

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর মান্দায় দেশীও অস্ত্রসহ আন্তঃজেলার ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) দিবাগত রাতে মান্দা উপজেলার চকউমেদ গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পিবিআই নওগাঁর উপ-পরিদর্শক আব্দুল হান্নানের নেতৃত্বে একটি দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার সদর উপজেলার সুন্দরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাসুম (২৫), কালাই উপজেলার পাইগুন গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে সামসুল ইসলাম (২৫), ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামের মৃত বাহার মুন্সির ছেলে মিলন (২৫) এবং একই গ্রামের শামসুল হকের ছেলে শাহিন (২২)।

পিবিআই নওগাঁর উপ-পরিদর্শক আব্দুল হান্নান বলেন, ২০১৮ সালের মান্দার প্রসাদপুর বাজারে আব্দুস সাত্তারের মোবাইলের দোকানে চুরি হয়। এ ঘটনায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে পিবিআইকে মামলাটি পুনরায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়। আটক শাহিন এই মামলার আসামি। মূলত তাকে ধরতে গিয়ে দেখা যায় অন্যান্য সহযোগীসহ শাহিন মান্দায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে মান্দা থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button