দুর্গাপুর সাংবাদিক সমাজে তরুণ উদীয়মান মুখ
দুর্গাপুর প্রতিনিধিঃ
দীর্ঘ দিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহীর দুর্গাপুর সাংবাদিক সমাজের নতুন কমিটির ঘোষনা হয়েছে।
২২ মার্চ দুর্গাপুর উপজেলা মডেল মসজিদে দুর্গাপুরের পেশাদার সাংবাদিকদের উপস্থিতিতে এই নবাগত কমিটির সুচনা ঘটে। ঐ দিন সাংবাদিকরা ইফতার আয়োজনের মাধ্যমে দুর্গাপুরের বিএন পির নেতা কর্মীদের সাথে ইফতার ও দোয়া শেষে নতুন কমিটির নবাগত সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। সকলের সম্মতি ক্রমে ইসমাইল হোসেন নবীকে সভাপতি ও আসাদুজ্জামান সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে প্রাথমিক কমিটির ঘোষনা দেন।
আগামী ৭ দিনেত মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলেও জানান। অপর দিকে তরুণ দুই সাংবাদিক দুর্গাপুর সাংবাদিক সমাজের নেতৃত্বে আশায় দুর্গাপুরের পেশাদার সাংবাদিকদের আনন্দ উল্লাস করতে দেখা গেছে। দুটি পরিচ্ছন্ন মুখ সাংবাদিক সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে এমন প্রত্যাশা করছেন সাংবাদিকরা।
সাংবাদিক সমাজের সদস্য মমিন জাদরান সংবাদ চলমান কে জানান যারা এই নতুন কমিটির সভাপতি সম্পাদকের দায়িত্ব পেলেন তারা উভয়েই পরিচ্ছন্ন এবং ক্লিন ইমেজের। তারা সংগঠনটির মুখ আরো উজ্জ্বল করবে সেই প্রত্যাশা করেন তিনি। সাংবাদিক আলামিন জানান দীর্ঘদিন পরে দুই জন যোগ্য ব্যক্তি দুর্গাপুর সাংবাদিক সমাজের হাল ধরলেন। তরুণ সাংবাদিক নেতাদের জন্য শুভকামনা করেন সাংবাদিক আলামিন হক বিজয়। তিনি বলেন এই সাংবাদিক সমাজ বিতর্কিত করতে একটি পক্ষ চক্রান্তের জন্ম দিচ্ছিলেন কিন্তু আমাদের ঐক্যের মুখে তাদের মুখ থুবড়ে পড়ে আজ পেশাদার সাংবাদিকদের জয় হলো।
দুর্গাপুর উপজেলা বিএন পির একজন সিনিয়র পদধারী নেতা জানান র্গাপুর সাংবাদিক সমাজের নতুন সভাপতি সাধারণ সম্পাদক ঘিরে উজ্জ্বল কিছু দেখছেন দুর্গাপুরের পেশাদার সাংবাদিকরা।তাদের জন্য তিনি শুভকামনা করেন।