দুর্গাপুর প্রতিনিধি : দুর্গাপুরে হেরোইনসহ ২ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হাটকানপাড়া মাড়িয়া গ্রামের গ্রামের সমসের আলীর পুত্র মানিক আলী (২৪), আব্দুর রশিদের পুত্র নয়ন হোসেন (২৮)। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাড়িয়ার আমতলার লস্করের মোড় এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা বলেন, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাসুদ রানা ও এএসআই সারোয়ারজাহান উপজেলার মাড়িয়ার আমতলার লস্করের মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকব্যবসায়ী মানিক ও নয়নকে ২.৫০ পয়েন্ট হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি আরো জানান, শনিবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েররপর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।