রাজশাহীরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

দুই বাবুকে কেন্দ্র করে রাজশাহী কেন্দ্রীয় কারাগার উত্তাল

স্টাফ রিপোর্টারঃ

কেন্দ্রীয় কারাগারের দুই বাবু নানা অনিয়মের জন্ম দিলেও এদিকে খেয়াল নেই দেশ সংস্কারকদের। একদিকে ছাত্রলীগের ডিআইজি প্রিজন্স কামাল হোসেন অপরদিকে জেল সুপার রত্না রায়।

দীর্ঘদিন  আওয়ামী লীগের ঘনিষ্ঠজন হয়ে ইচ্ছেমত  চাকরি করার সুবাদে শক্ত খুটিতে পরিনত হয়েছে দুই বাবুর তদবির মহল।

একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করে আসা ছাত্রলীগের  ডিআইজি প্রিজন্স কামাল বাবু  অপরদিকে কাশিমপুর কারাগারে থাকা কালিন সময়ে সমালোচনায় আসা রত্না রায়।

সূত্র বলছে দীর্ঘ সময় কামাল বাবু ও রত্না রায় আওয়ামী লীগের ক্ষমতার  অপব্যবহার করে কারাগারের পিসি বানিজ্য, বন্দীদের খাবার বানিজ্য থেকে শুরু করে ভূয়া ভাউচার তৈরি করে  সরকারি অর্থ  হরিলুট করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ।

সম্প্রতি সময়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বিভিন্ন পন্থায় ভয়ংকর তথ্য আসতে শুরু করেছে মিডিয়া কর্মীদের হাতে।কারাগারের ভেতরে জেল সুপার ও ডিআইজি প্রিজন্স বাবুর  পেটুয়া বাহিনী দিয়ে পিসি নামক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, বন্দীদের মুখের ডাল, মাছ মাংসে ভাগ বসানো। বন্দীদের জন্য রান্না খাবার ডিআইজির গরু ছাগলের খামারে পাঠানো সবই চলে  আওয়ামী লীগের দুই কর্তার নির্দেশে।

কারাগারের ভেতরের একাধিক সুত্র বলছে কারাগারের ভেতরে দাড়িওয়ালা বন্দী, দাড়িওয়ালা কারারক্ষী বিভিন্নভাবে নির্যাতিত হয় জেল সুপার রত্না রায়ের অলিখিত নির্দেশে। বন্দীরা মুঠোফোনে সংবাদ চলমান কে  জানায়  দেশের অন্যান্য কারাগারের চাইতে রাজশাহীর কেন্দ্রীয় কারাগার চলছে ভিন্নভাবে।

পিসির খাবারের মুল্য  বাইরের চাইতে ৬০ ভাগ বেশি তাও আবার নিম্নমানের। সূত্র বলছে গত ৫ই আগস্ট রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বৈষম্য বিরোধীর সাথে বিক্ষুব্ধ জনতা  প্রবেশ করেছিল শুধু  ছাত্রলীগের ডিআইজি প্রিজন্স কামালের লুটপাট ও আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে জামাত-বিএনপির বন্দীদের উপর নির্যাতন করার অভিযোগে।

তারা কারাগারের প্রধান ফটকে প্রবেশ করে জানালা দরজা ভাঙচুর শুরু করলে রাজশাহীর পরিচ্ছন্ন জামাত-বিএনপির নেতাকর্মীরা তাদের এমন ভাঙচুর থেকে বিরত থাকার নির্দেশ দেন।তখন বিক্ষুব্ধরা ফিরে আসেন। পরে উপর মহল থেকে জানানো হয় ছাত্রলীগের দুর্নীতিবাজ ডিআইজিকে শিঘ্রই অপসারণ করে তাকে শাস্তির আওতায় আনা হবে।

এই ঘটনার কয়েক দিনের মধ্যেই বিতর্কিত জেল সুপার রত্না রায় জেল সুপার হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে যোগদান করেন। এরপরে   মুজিব আদর্শের দুই ভাইবোন মিলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারকে আলাউদ্দিনের চেরাগ বানিয়ে ব্যবহার করতে শুরু করেন। দুর্নীতি আর অনিয়মের বিষয়ে প্রশ্ন করা হলে জেল সুপার রত্না রায় কোন উত্তর না দিয়ে মুঠো ফোন কেটে দেন, এরপরে আর ফোন তুলেন না। এরপরে এই প্রতিবেদকের নিকট  বিভিন্ন মাধ্যমে সংবাদ পাঠান দেশের  বড় সব সাংবাদিক তার নিকটতম। কারাগারএকটি সংরক্ষিত জায়গা তাই সংবাদ প্রকাশ করে লাভ হবে না।

ডিআইজি কামাল হোসেন সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ও ফোন তুলেন নাই। তবে কামালের একজন ঘনিষ্ঠজন জানান তিনি বর্তমানে আওয়ামী লীগের সুর বদল করে বিএনপি’র উচ্চপর্যায়ের নেতাকর্মীদের নিজের আত্মীয় পরিচয় দিতে শুরু করেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button