তাহেরপুর ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
তাহেরপুর প্রতিনিধি : তাহেরপুর ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জীবন তাহেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এই সংগঠনের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন এটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগঠনটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০ টায় তাহেরপুর কলেজ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করেছেন তাহেরপুর কলেজ ও পৌর ছাত্রলীগ । সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন,রাজশাহী বাগমারা তাহেরপুর সর্ববৃহৎ ৭২ পাউন্ট কেক কাটা হয়।
এসয় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তাহেরপুর পৌরসভার সভাপতি আবু বক্কর মৃধা মুনসুর, তাহেরপুর কলেজের অধ্যক্ষ মুহাঃতোফাজ্জল হোসেন। আওয়ামীলীগ নতা আমজাদ মৃধা পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসাদ ৯ নাম্বার ওয়াড কাউন্সিল মোঃ রইচ উদ্দিন তাহেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুজ্জামান মৃধা তুহিন, তাহেরপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কোরবান খাঁ।
তাহেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি নুরশাদ আলম তাহেরপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সন্দীপ রায় টিংকু তাহেরপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ আকরাম তাহেরপুর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, শাহিন আলম, জাহিদ হাসান শোভন, বুলেট সহ ছাত্রলীগের সকল নেতা কর্মী।