তানোররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

তানোরে গয়ায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

 মো রাজু আহমেদ তানোর

এক রহস্য জনক মৃত্যু। রাজশাহীর তানোর উপজেলায় আমগাছের ডালে গলায় রশি পেঁচিয়ে মনিরুল ইসলাম (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। 
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামে।

নিহত মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মনিরুল ইসলাম পরিবারের অগোচরে বাড়ির পাশে সিরাজুল ইসলামের আমবাগানে গিয়ে আমগাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন।

খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন সংবাদ চলমান কে বলেন,নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়াও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button