নওগাঁর প্রতিনিধি: নওগাঁর মান্দার সাতিহাটে ট্রাকের ধাক্কায় অটোরিক্সা উল্টে ওষুধ কোম্পানির তিন প্রতিনিধি নিহত হয়েছে। আজ (সোমবার) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার বিষ্ণপুর গ্রামের জয়নুল হক ও ঘাটকৈর গ্রামের রফিক। তবে নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে অটোরিকশায় করে ওষুধ কোম্পানির চারজন প্রতিনিধি মান্দা থেকে নওগাঁর দিকে আসছিলেন। তারা নওগাঁয় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্র্র্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি উল্টে চারজনই আহত হন। গুরুতর আহত জয়নুল হক ও রফিকসহ তিন জনকে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।