টাকা না পেয়ে নিরহ ব্যক্তিকে আদালতে চালান দিলেন পুলিশ
রাজশাহী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ
সাথীঃ দাবী কৃত টাকা না পেয়ে নিরহ ব্যক্তিকে আদালতে চালান দিয়েছে দুর্গাপুর থানা পুলিশ। এ নিয়ে মিথ্যে বেড়া জালে গ্রেপ্তার কৃত ব্যক্তি কামাল হোসেন চলতি মাসের ১১ তারিখে রাজশাহী পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ কারী কামাল হোসেনের বাড়ি দুর্গাপুর উপজেলার কিসমত হোজা গ্রামে। লিখিত অভিযোগ ও সংবাদ চলমান কে কামাল হোসেন জানান চলতি ডিসেম্বর মাসের ৯ তারিখ গভীর রাতে দুর্গাপুর থানার সহকারী উপপরিদর্শক ( এ এস আই) মিন্টু আমাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের কারন জানতে চাইলে তিনি থানায় নিয়ে বলেন কুড়ি হাজার টাকা হলে থানা থেকে ছেড়ে দেব আরো বলেন টাকা দিতে পারিনি বলে এ এস আই মিন্টু আমায় কোর্টে চালান দিয়েছেন, আদালতে আমায় নিয়ে গেলে আদালতের পেশকার এ এস আই মিন্টুকে ধমক দিয়ে আমায় ছেড়ে দেন বলেন পুলিশের ফাজলামি ছাড়া কিছুই নয়।
জানতে চাইলে টাকা চাওয়ার বিষয়টি এ এস আই মিন্টু অস্বীকার করে বলেন আমি কোন টাকা পয়সা চাইনি