টাকার অভাবে ভর্তি হতে পারছে না মেধাবী ছাত্র আলিম
বাগমারা প্রতিনিধি : হাজী দানেশ বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাশ করার অসামান্য কৃতিত্ব দেখিয়েও টাকার অভাবে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। হতদরিদ্র ঘরে জন্ম নেওয়া আলিম শাহ নামের এক মেধাবী শিক্ষার্থীর।
সে বাগমারা উপজেলা তাহেরপুর পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ড জামগ্রাম গ্রামের মোঃ তৈয়ব আলী (৬৫) ও মোছাঃ চম্পা বেগম( ৫০) ছেলে দুই ভাই দুই বোনের মধ্যে সে চতুর্থ ।
অনেক কষ্টে ছেলে-মেয়েদের নিয়ে সংসার চালাচ্ছেন আলিমের বাবা মা । ১০ শতক জমির উপর বসত-বাড়ি ছাড়া আর কোনো সম্পত্তি নেই তাদের। এ অবস্থাতেও সন্তানদের লেখাপড়া চালিয়ে গেছেন বাবা-মা। চার সন্তানের মধ্যে আলিম শাহ সবচেয়ে মেধাবী।
উচ্চ মাধ্যমিক পর্যন্ত জিপিএ-৪.৪২পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। অনেক কষ্টে পড়াশুনা করে সে এবার হাজী দানেশ বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি হতে পারছে না। হাবিপ্রবি গ ইউনিটে পরীক্ষা দিয়ে মেধা তালিকায় ১৪৮তম স্থানে রয়েছে আলিম। একটু সহযোগিতা পেলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন আলিম শাহ। ছেলে ভর্তির মা- বাবা সকলের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।