দূর্গাপুররাজশাহী সংবাদ

নির্দেশ অমান্য করেই চলছে কোচিং বাণিজ্য

দুর্গাপুর প্রতিনিধি:

করোনার সংক্রমণ রোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ কোচিং ও প্রাইভেট পড়ানো বন্ধ ঘোষণা করলেও রাজশাহীর দুর্গাপুরে তা মানা হচ্ছে না। এ উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কোনো প্রকার সামাজিক দূরত্ব বজায় না রেখে কৌশলে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

গত ২৬ জুলাই সরেজমিনে ঘুরে দেখা যায়,  এসব কোচিং সেন্টারগুলো হলো দুর্গাপুর থানার পাশের দূরন্ত কোচিং সেন্টার, মহিলা কলেজ রোডের ব্যতিক্রম কোচিং সেন্টার, দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের আলোকিত কোচিং সেন্টার।

সব ধরনের নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু থাকায় সচেতন মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

চিকিৎসকদের ধারণা এভাবে কোচিং সেন্টার চললে পুরো উপজেলা করোনা ঝুঁকিতে পড়বে। কোচিং সেন্টারে আসা শিক্ষার্থীদের অভিভাকদের নিয়েও দায়িত্বহীনতার প্রশ্ন উঠেছে। প্রশাসনের এমন উদাসীনতা দেখে উপজেলার সচেতন মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হচ্ছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button