রাজশাহী সংবাদ

সরকারী সফর শেষে দেশে ফিরলেন মেয়র মুক্তার ; বিমান বন্দরে নেতাকর্মীদের সংবর্ধনা

সরকারী সফর শেষে দেশে ফিরলেন মেয়র মুক্তার ; বিমান বন্দরে নেতাকর্মীদের সংবর্ধনা

আজহারুল ইসলাম বুলবুল : রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মোঃ মুক্তার আলী সরকারী সফর শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার বিকেলে শাহ মখদুম বিমান বন্দরে পৌঁছেলে মেয়র মু্ক্তার আলীকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন পৌরসভার কর্মরতরা। পরে মেয়রকে আওয়ামীলীগের বিভন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয়। এবং বিমান বন্দর চত্ত্বরে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।বিমানবন্দরে শত শত মোটরসাইকেল, গাড়িবহর করে স্থানীয় আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দরে গিয়ে হাজির হন। ফলে বিমানবন্দর এলাকা মানুষের জনসমুদ্রে পরিণত হয়। জানাগেছে, স্থানীয় সরকার ও মন্ত্রনালয়ের অধিনে গত ২৪ শে আগস্ট দেশের অন্যান্য মেয়রেদর সাথে সরকারী সফরে দক্ষিন কোরিয়া ও থাইল্যান্ডে (আইসিটি) ও জলবায়ু বিষয়ক সেমিনারে যোগদেন তিনি। গতকাল শাহ-মখদুম বিমান বন্দরে সংবর্ধনা শেষে মেয়র মুক্তার আলী নেতাকর্মীদের উদ্দ্যেশে দক্ষিন কোরিয়া ও থাইল্যান্ডের সেমিনারের বিভিন্ন দিক তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্ববান জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button