র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ১৩ আগষ্ট ২০২০ তারিখ ১৭০০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ ওবায়দুর (৩০), পিতা-মৃত সাইদুর রহমান, সাং-রানীহাটি, থানা-চাঁপাইনবাবগঞ্জ ২। মোঃ জসিম উদ্দিন (১৮), পিতা-মোঃ তাহের ইসলাম ৩। মোঃ রেজভি (১৬), পিতা-সুজাল উদ্দিন,উভয় সাং-পুঘুরিয়া, থানা-শিবগঞ্জ, সর্ব জেলা- চাঁপাইনবাবগঞ্জদের (ক) ৩৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা (খ) ০১ টি ট্রাক (গ) ০৩ টি মোবাইল ফোন (ঘ) ০৬ টি সীমকার্ড (ঙ) ০১ টি মেমোরীকার্ড (চ) ০১ সেট যানবাহন নথিসহ গ্রেফতার করা হয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যবসায়ীগণ কুমিল্লা জেলা হইতে গাঁজাগুলি ক্রয় করে আনিয়া রাজশাহীর জেলার গোদাগাড়ীর দিকে যাইতেছিল। পথিমধ্যে র্যাব-৫ এর একটি আভিযানিক দল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কেন্দ্রীয় জামে মসজিদের পাশে চেকপোষ্ট পরিচালনা করে আসামীদের ধৃত করেন।