রাজশাহী সংবাদ

রাবিতে ক্যারিয়ার ক্লাবের দু’দিনব্যাপী চাকুরী মেলা : অংশ নিচ্ছে ২০ টি কোম্পানী

 রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) সপ্তম বারের মত দুইদিন ব্যাপী চাকুরী মেলার আয়োজন করেছে। আগামী ২৬ এবং ২৭ ফেব্রুয়ারী শেখ রাসেল স্কুল মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিবে রাজশাহী এবং জাতীয় পর্যায়ের ২০ টিরও বেশি কোম্পানি।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

মেলার প্রথম দিন থেকে কোম্পানির বুথে চাকুরী প্রার্থীদের সিভি জমা নেয়া হবে। প্রার্থীরা সকাল ৯ টা থেকে বিকেল ৪ টার মধ্যে পছন্দের প্রতিষ্ঠানে সিভি জমা দিতে পারবেন বলে জানানো হয়।
এছাড়াও মেলার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার সম্পর্কিত পাঁচটি সেমিনার এবং ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

এ চাকুরী মেলায় নিউজিল্যান্ড ডেইরি, নিলয় গ্রুপ, কনকর্ড গ্রুপ,গ্রামীণফোন লিমিটেড, ভিভো মোবাইল, বিকাশ, মেঘনা গ্রুপ, প্রাণ আএফএলসহ ২০টিরও বেশি কোম্পানি অংশ নিচ্ছে।
এবারের মেলায় বেভারেজ পার্টনার হিসেবে থাকছে প্রাণ আপ,এডুকেশন পার্টনার প্রজেক্ট হেডওয়ে, আইটি পার্টনার সিবিএ আইটি,গিফট পার্টনার তিলোত্তমা ও লাইসিয়াম এবং রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে থাকছে অ্যারো স্পুন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্ট প্রফেসর ড.লায়লা আরজুমান বানু, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড.মনিমুল ইসলাম, সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল মামুন,সহ-সভাপতি ইমরান হোসেন,সাধারণ সম্পাদক তাওহিদ বিন হাসান,সহ-সাধারণ সম্পাদক নওরিন জান্নাত ঐশি প্রমুখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button