রাজশাহী নগরীতে বিপুল সংখ্যক ইয়াবাসহ দুই মাদক সম্রাট আটক
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে বিপুল সংখ্যক ইয়াবাসহ দুই মাদক সম্রাট আটক করেছে ডিবি পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর মতিহার থানাধিন কাজলা মোড় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপর থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা শাখা’র ডিবি পুলিশের সেকেন্ড অফিসার এসআই হাসান ও সঙ্গীয় ফোর্স।
এ সময় তাদের দেহ তল্লাশী চালিয়ে ৫০০শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো: পাবনা জেলার আমিনপুর থানাধিন আহম্মেদপুর গ্রামের মোঃ কুরবান আলির ছেলে মোঃ রেজাউল (৩২), ও নগরীর চন্দ্রিমা থানাধিন নামুভদ্রা এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ তহুরুল ইসলাম(২৩)।
ডিবি এসআই মোঃ মাহাবুব হাসান জানায়, গোাপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কাজলা এলাকায় দুই মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে খদ্দেরের জন্য আপেক্ষা করছে।
এমন তথ্যের ভিত্তিতে দ্রুত কাজলা এলাকায় অভিযান চালিয়ে রেজাউল ও তহুরুল নামের দুই মাদক ব্যবসাায়ীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাাশী চালিয়ে রেজাউলের নিকট ৪০০পিস ইয়াবা ও তহরুলের নিকট ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত দুই মাদক ব্যবসায়ী বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারার মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই হাসান।