রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা
রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে কাকলি রানী (৩২) নামে হিন্দু সম্প্রদায়ের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে উপজেলার নান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাকলী রানী ওই গ্রামের নুকুল চন্দ্র কুমারের স্ত্রী। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাকলি রানীর অভাব অনটনের সংসার। যার কারণে বেশ কয়েক বছর থেকে স্বামীর সাথে তার মনোমালিন্য হয়ে আসছিলো। এরই জের ধরে কাকলি রানী সবার অজান্তে শয়নকক্ষের ভেতরে তীরের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহতা করে। পুলিশ লাশটি উদ্ধার করে রামেক হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু (কনা) জানান, ঘটনা জানার পরেই পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।