নওগাঁয় বাল্যবিয়ের দায়ে বাবা কারাগারে
নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে বাল্যবিয়ের দায়ে দুলাল হোসেন নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১০ দিন আগে ওই বিয়ের আয়োজনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কাজীসহ তিনজনের মোট ৬০ হাজার টাকা জরিমানা করে। দণ্ডপ্রাপ্ত দুলাল হোসেন উপজেলার ভেটি গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে।
গত ২৩ সেপ্টেম্বর উপজেলার ভেটি গ্রামের দুলাল হোসেন তার নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে স্থানীয় নিকাহ রেজিস্টার হেলাল উদ্দীন এবং মেয়ের দুই মামা জাহিদুল ইসলাম ও জাহিদ হাসানকে আটক করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতে নিকাহ রেজিস্ট্রার হেলাল উদ্দীনকে ৫০ হাজার এবং দুই মামাকে পাঁচ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগরের ইউএনও আল মামুন বলেন, এ ঘটনায় নাবালিকা মেয়েকে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেবেনা মর্মে মেয়ের বাবা অঙ্গীকারনামা দিলেও পরে অঙ্গীকারনামা ভঙ্গ করে বিয়ে সম্পন্ন করে। খবর পেয়ে বৃহস্পতিবার অভিযান চালিয়ে মেয়ের বাবা দুলাল হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।